কর্মসূচির নাম: আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম
কর্মসূচির উদ্দেশ্য : ১. উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয় বহির্ভূত (ঝরে পড়া ও ভর্তি না হওয়া) ৮-১৪ বছরের শিশুদেরকে প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য দ্বিতীয় বার সুযোগ দেয়া এবং আনুষ্ঠানিক শিক্ষার মূলধারায় নিয়ে আসা।
২. প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে কারিগরী/মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করে উৎপাদনশীল নাগরিক হিসেবে গড়ে তোলা।
লক্ষ্য জনগোষ্ঠী : বিদ্যালয় বহির্ভূত ও ঝরে পড়া ৮-১৪ বছর বয়সী শিশু।
মেয়াদকাল : ২০১৮ জুলাই হতে ২০২৩ জুন পর্যন্ত।
কর্ম এলাকা : নওগাঁ জেলার নওগাঁ সদর, বদলগাছি, মহাদেবপুর, পত্নীতলা, ধামইরহাট, সাপাহার, পোরশা, নিয়ামতপুর, মান্দা ও রাণীনগর উপজেলা।
অর্থায়নের উৎস : বাংলাদেশ সরকার ও বিভিন্ন দাতা সংস্থা।
সরকার বিদ্যালয় বহির্ভূত ও ঝরে পড়া ৮-১৪ বছর বয়সী শিশুদের প্রাথমিক শিক্ষা প্রদানের জন্য প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি-৪ এর ২.৫ সাব-কম্পোনেন্ট এর আওতায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে শিশুদের উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কার্যক্রম হাতে নিয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নওগাঁ জেলার ১০টি উপজেলায় (আত্রাই উপজেলা বাদে) আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বাস্তবায়িত হচ্ছে। বিদ্যালয় বহির্ভূত সুবিধা বঞ্চিত ৮-১৪ বছর বয়সী শিশু উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা সমাপনের পর আগ্রহী শিক্ষার্থীরা শিক্ষার মূলস্রোতধারার সাথে সম্পৃক্ত হয়ে উচ্চ শিক্ষা গ্রহণে সক্ষম হবে এবং অন্যরা জীবিকায়ন দক্ষতা প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষ দানব সম্পদে পরিণত হবে। বিদ্যালয় বহির্ভূত প্রতিবন্ধী শিশু, প্রান্তিক/অনগ্রসর ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী, পথশিশু ও কর্মজীবি শিশুদের উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা প্রদানে অগ্রাধিকার প্রদান করা হয়েছে।
ক্র. নং |
কর্মসূচি ভূক্ত উপজেলার নাম |
প্রকল্প বাস্তবায়ন সহযোগী সংস্থার নাম |
উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়/শিখন কেন্দ্রের সংখ্যা |
শিক্ষার্থীর সংখ্যা |
চালুর তারিখ |
মন্তব্য |
||
বালক |
বালিকা |
মোট |
||||||
১ |
নওগাঁ সদর |
কারিতাস বাংলাদেশ |
76 |
1162 |
825 |
1987 |
01/01/2022 |
৪২ মাস মেয়াদী এই কার্যক্রমের (১ম শ্রেণী ৬মাস, ২য় শ্রেণী ৬মাস, ৩য় শ্রেণী ৬ মাস, ৪র্থ ম্রেণী ১ বছর এবং ৫ম শ্রেণী ১ বছর) মাধ্যমে ভর্তিকৃত শিশুদের উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা সম্পন্ন করা হবে। |
২ |
বদলগাছী |
কারিতাস বাংলাদেশ |
60 |
872 |
633 |
1505 |
14/02/2022 |
|
৩ |
মহাদেবপুর |
কারিতাস বাংলাদেশ |
72 |
812 |
950 |
1762 |
05/1/2022 |
|
৪ |
ধামইরহাট |
কারিতাস বাংলাদেশ |
70 |
946 |
781 |
1727 |
31/01/2022 |
|
৫ |
পত্নীতলা |
কারিতাস বাংলাদেশ |
61 |
825 |
605 |
1430 |
18/01/2022 |
|
৬ |
সাপাহার |
কারিতাস বাংলাদেশ |
74 |
1051 |
913 |
1964 |
22/01/2022 |
|
৭ |
পোরশা |
কারিতাস বাংলাদেশ |
76 |
1057 |
984 |
2041 |
30/01/2022 |
|
৮ |
নিয়ামতপুর |
কারিতাস বাংলাদেশ |
71 |
921 |
751 |
1672 |
20/01/2022 |
|
৯ |
রাণীনগর |
এসডিআই |
70 |
1024 |
719 |
1743 |
24/01/2022 |
|
১০ |
মান্দা |
ডিপিইউপি |
70 |
1061 |
992 |
2053 |
2১/01/2022 |
|
|
|
মোট |
700 |
9731 |
8153 |
17884 |
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস