Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

একনজরে:    জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, নওগাঁ  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতাধীন একটি  রাজস্বখাতভূক্ত সরকারি দপ্তর।  জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, নওগাঁ এর দপ্তর অবস্থিত।


জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, নওগাঁর তত্ত্বাবধানে রাণীনগর, সাপাহার, পোরশা, আত্রাই ও নিয়ামতপুর  উপজেলায় মৌলিক সাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা) এর মাধ্যমে ৯০০০০ জন (৪৫০০০ জন পুরুষ এবং ৪৫০০০ জন মহিলা) ১৫-৪৫ বয়সী নিরক্ষর নারী-পুরুষকে ৬মাস ব্যাপী জীবনভিত্তিক মৌলিক সাক্ষরতা প্রদান করা হয়েছে। এছাড়া চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (PEDP-4) এর সাব কম্পোনেন্ট ২.৫ এর আওতায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির মাধ্যমে নওগাঁ জেলার ১০টি উপজেলায় (আত্রাইবাদে) বিদ্যালয় বহির্ভূত ও ঝরে পড়া ৮-১৪ বছর বয়সী ১৭৮৮৪ জন শিশুকে উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা প্রদান করা হচ্ছে।